রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মো: রাজু আহমেদ। এসময় তার হেফাজত থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
আন্তর্জাতিক বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ বিএম ফরমান আলী, পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল ২০২২) দুপুর ১২:১০ টায় বিমানবন্দর থানার গোল চক্কর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত গাঁজাসহ রাজুকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।