ডিএমপি নিউজ: রাজধানীর ভাটারা থেকে একজন ভূয়া এএসপি গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
১৬ জানুয়ারি, ২০২০ বৃহস্পতিবার ২০.২০ টায় কুঁড়িলে অবস্থিত হোটেল প্রগতি ইন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- রাহুল চন্দ্র ঘোষ (২৭)। এ সময় তার হেফাজত হতে Bangladesh Police ID, একটি নোকিয়া মোবাইল, একটি আইফোন, ১৯ লক্ষ টাকা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।
ভাটারা থানা সূত্রে জানানো হয়, ১৪ জানুয়ারি ২০২০ হোটেল প্রগতি ইনে পুলিশের আইডি কার্ড দেখিয়ে এএসপি পরিচয়ে রুম ভাড়া নেয় অভিযুক্ত রাহুল চন্দ্র ঘোষ। ১৬ জানুয়ারি হোটেল কর্তৃপক্ষ ভাড়া চাইতে গেলে বিভিন্ন অযুহাত দেখাতে থাকে। তখন হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে ভাটারা থানা পুলিশকে সংবাদ দেয়। ভাটারা থানা পুলিশ হোটেল প্রগতি ইনে উপস্থিত হয়ে অভিযুক্তের পরিচয় জানতে চাইলে বিভিন্ন অযুহাত দেখাতে শুরু করে এবং একপর্যায়ে সে ভূয়া পুলিশ পরিচয়ে হোটেলে অবস্থান করছে বলে স্বীকার করে।
এ বিষয়ে ভাটারা থানায় মামলা রুজু হয়েছে।