ডিএমপি নিউজ: পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল, পঁচা বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে রাজধানীর মতিঝিল ও মিরপুর এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ভ্রাম্যমান আদালত।
পবিত্র রমজান মাস জুড়ে চলমান ডিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে ১ জুন, ২০১৯ শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে রাজধানীর মতিঝিল ও মিরপুর এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত অস্বাস্থ্যকর পরিবেশ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রি করার অভিযোগে মতিঝিলের শাহজাহানপুর এলাকার খলিলুরের মাংসের দোকানকে ৩০,০০০/- ও হালাল মিটকে ২৫,০০০/- জরিমানা করে।
এছাড়াও এজিবি কলোনী কাঁচাবাজারের একটি ফলের দোকানকে ২০,০০০/- এবং ফকিরাপুল কাঁচাবাজারের আদনান ফ্রুট সেন্টারকে ৫,০০০/- জরিমানা করা হয়।
অন্যদিকে রাজধানীর মিরপুর-১ এলাকার শাহআলী মার্কেটের সম্মুখে ১০টি খেজুরের দোকানাকে ৫০,০০০/- টাকা জরিমানা করে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।