ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুইল এলাকায় বাস দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায় নি।
আজ ৩১ অক্টোবর ২০২০ বিকাল চার টার দিকে রাস্তা পারাপারের সময় স্বদেশ পরিবহনের বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি গুরুতরভাবে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক বাস চালকসহ বাসটিকে আটক করে যাত্রাবাড়ী থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।