ডিএমপি নিউজ : গত ১২ অক্টোবর ২০২৪ দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলায় সরাসরি জড়িত তিন ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
১৩ অক্টোবর ২০২৪ রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ১। শরীফুল ইসলাম তুষার (৩৫), ২। জাকির হোসেন (৩৭) এবং ৩। মো: মাসুদুর রহমান (৪৭)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই লক্ষ বিশ হাজার নগদ টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্নালঙ্কার ও দুটি আইফোন উদ্ধার করা হয়।
উক্ত ডাকাতির ঘটনায় ইতোমধ্যে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।