রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রফিক খান, মোঃ কামাল, মোঃ ইমরান হোসেন ও মোঃ মশিউর রহমান লিটন।এসময় তাদের হেফাজত ০১ টি চাপাতি ও ০২ টি চাকু উদ্ধারমূলে জব্দ করা হয়। এছাড়াও ডাকাতি করার জন্য ব্যবহৃত একটি ট্রাক (যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ট-২২-৫৮১৪) জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৬ এপ্রিল ২০২২ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাজধানীর যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড এলাকায় কতিপয় ব্যক্তি দেশিয় অস্ত্র নিয়ে ট্রাকযোগে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে ঐ এলকায় বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের মধ্যে থাকা দেশিয় অস্ত্র চাপাতি ও চাকুসহ রফিক, কামাল, ইমরান ও লিটনকে গ্রেফতার করা হয়। ট্রাকের মধ্যে থাকা ডাকাত দলের আরো চার সদস্য পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা ট্রাকযোগে দেশিয় অস্ত্র ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি করতো।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়েছে।