রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মোঃ মাহিন। এসময় তার হেফাজত থেকে ০৯ (নয়) কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহিদুর রহমান, পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর ২০২২) বেলা ০১:৫০ টায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার পশ্চিম যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ০৯ কেজি গাঁজাসহ মাহিনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।