রাজধানীর লালবাগে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও অপরাধ সংঘটিত হওয়ার প্রবণতা কমাতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ জানুয়ারি ২০২৩ খ্রি.) লালবাগ থানার অন্তর্গত নিউ-পল্টন ইরাকি মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার আইন-শৃঙ্খলা রক্ষার্থে চুরি, সিধেল চুরি, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রের উপর গুরুত্বারোপ করেন।
এরপর তিনি সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ ও মতামত প্রদান করেন।
এসময় লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রোল) ও অফিসার ইনচার্জ লালবাগ থানাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মকবুল হোসেন ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান মানিক, বিট পুলিশিংয়ের সাথে সম্পৃক্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।