ডিএমপি নিউজঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার সাথে সম্পৃক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- শাকিল, রাজু এবং অন্য তিনজন কিশোর হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না। এসময় তাদের হেফাজত থেকে ১টি সুইচ গিয়ার চাকু, ১ টি এন্টিকাটার (ব্লেড) ও লুন্ঠিত ৯০০০ টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ বিষয়ে লালবাগ থানার অফিসার ইনচার্জ এম. এম মুর্শেদ, পিপিএম ডিএমপি নিউজকে বলেন, জনৈক কবির একটি কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে চাকুরী করেন। প্রতিদিনের ন্যায় গত ১৩ এপ্রিল ২০২২ জনৈক ব্যক্তি কোম্পানির কাজ শেষ করে তার সহকর্মীদের সাথে চকবাজার এলাকা থেকে বাসার দিকে যাচ্ছিল। রাত ৮:৪৫ টায় তারা লালবাগ থানার আজিমপুর এতিমখানার ভাতের গলির বাস কাউন্টারের সামনে আসলে কতিপয় দৃষ্কৃতিকারী দেশীয় অস্ত্রসহ তাদের ঘেরাও করে। এসময় জনৈক ব্যক্তির সহকর্মীরা পালিয়ে গেলেও দুষ্কৃতিকারীরা তাকে আটকিয়ে এলোপাথাড়ি কিল-ঘুষি, চর-লাথি মারতে থাকে। দৃষ্কৃতিকারীদের মধ্যে একজন জনৈক ব্যক্তির পরিহিত প্যান্টের পকেটে থাকা নগদ ১০,০০০ টাকা ও অপর একজন প্যান্টের অন্য পকেটে থাকা ০১টি কালো রংয়ের Realme 9e মডেল এর মোবাইল সেট (যাহার মূল্য অনুমান ২৫,০০০ টাকা) ছিনিয়ে নেয়। এসময় জনৈক ব্যক্তি দুষ্কৃতিকারীদের বাঁধা প্রদান করতে গেলে তাদের একজন ধারালো চাকু দ্বারা তার ডান পায়ের উরুতে ও ডান হাতের মধ্য আঙ্গুলে সজোরে এলোপাথাড়ি পোস মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় জনৈক ব্যক্তি বাদী হয়ে লালবাগ থানায় মামলা রুজু করে।
তিনি বলেন, মামলা রুজু পর ঘটনাস্থলের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় দুষ্কৃতিকারীদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১৪ এপ্রিল ২০২২ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে শাকিল, রাজু ও ঘটনার সাথে সম্পৃক্ত অন্য তিন কিশোরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের লালবাগ থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।