ডিএমপি নিউজঃ রাজধানীর শাখারী বাজারের শনিমন্দিরের পূর্ব পাশ হতে ৫০ কেজি বিস্ফোরক দ্রব্যসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ । ১২ জানুয়ারি’১৮ শুক্রবার সকাল ০৮.০০ টায় তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ব্যক্তির নাম-পবন দত্ত (৪৩) ।
থানাসূত্রে জানা যায়- গোপন তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ জানতে পারে, বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য আতশবাজি (পটকা) বিক্রির জন্য এক ব্যক্তি শাখারী বাজারের শনিমন্দিরের পূর্ব পাশে রাস্তায় অবস্থান করছে । এর প্রেক্ষিতে পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাবন্দি বিস্ফোরক দ্রব্য ফেলে পালানোর সময় হাতেনাতে পবন দত্ত নামে একজনকে গ্রেফতার করে থানা পুলিশ । পরবর্তীতে বস্তা থেকে ৫০ কেজি বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পবন দত্ত স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ বেআইনীভাবে আতশবাজি নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিল ।
এই সংক্রান্তে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে ।