রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রগুলি ও মাদকসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা দক্ষিণ বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ মমিন (৪৭)। এ সময় তার নিকট হতে ১টি সিলভার কালারের রিভলবার ও ২ রাউন্ড গুলি এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সবুজবাগ থানা এলাকার আলোচিত সন্ত্রাসী। ডিবি দক্ষিণের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম তার অবস্থান জানতে পেরে ২৮ নভেম্বর সন্ধ্যা ৭.১৫ টায় রাজধানীর সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো মুন লাইট গলির ৬০ নং বাসার সামনে অভিযান করে। অভিযানকালে উল্লেখিত অস্ত্রগুলি ও মাদকসহ মমিনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতর বিরুদ্ধে সবুজবাগ থানায় নিয়মিত আলাদা ২টি মামলা রুজু হয়েছে। এর আগেও মমিনের বিরুদ্ধে সবুজবাগ থানায় ৫টি মাদকের মামলা রয়েছে।