আগামী পহেলা ডিসেম্বর থেকে রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হচ্ছে । ভর্তির আবেদন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি হবে ২৬ ডিসেম্বর। আর ১৯, ২০ ও ২১ ডিসেম্বর যথাক্রমে ক, খ ও গ গ্রুপের স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। আর নতুন বছরের প্রথম দিন থেকেই ক্লাস শুরু হবে।
আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে অধিদপ্তরের সহকারি পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস সাংবাদিকদেরকে বলেন, ‘রাজধানীর ৩৫টি স্কুলের ভর্তি কার্যক্রম শুরু করতে নীতিমালার আলোকে সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ভর্তি সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ডিসেম্বরের ১ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ভর্তিতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সকল স্কুলকেই এই বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।’
জানা গেছে, এবারও অনাইনে ভর্তির আবেদন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেবে টেলিটক বাংলাদেশ। প্রথম শ্রেনীতে ভর্তির জন্য ৬ বছরের বেশি বয়স হতে হবে। আগের মতোই ‘এলাকা কোটা’ ৪০ শতাংশ বহাল থাকবে।