রাজধানীর ঢাকা-আশুলিয়া সড়ক এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পশ্চিম থানা।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো– সৈয়দ হোছন। এসময় তার হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন, পিপিএম (বার) ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রবিবার (০৭ আগস্ট ২০২২) সন্ধ্যা ০৭:০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ঢাকা-আশুলিয়া সড়ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত ইয়াবাসহ সৈয়দ হোছনকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি অভিনব কায়দায় কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে।