ডিএমপি নিউজঃ রাজধানীর ডেমরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোছাঃ জুই (২৭)। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডেমরা থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন ডিএমপি নিউজকে জানান, ২৬ এপ্রিল বিকাল ০৫ টার দিকে অত্র থানার সারুলিয়া বাজার এলাকায় ডিউটি করাকালীন এএসআই মানিক মিয়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ডেমরা চৌরাস্তা সুলতানা কামাল ব্রীজের ঢালে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত সঙ্গীয় ফোর্সসহ ঐ স্থানে গিয়ে ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।