হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি রাজনীতিতে আসছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে জোলি এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ২০ বছর আগে হয়তো এমনটি ভাবিনি। কিন্তু এখন রাজনীতিতে আসার চিন্তা করছি।
জাতিসংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজনীতি, যৌন সহিংসতা, সোশ্যাল মিডিয়া ও শরণার্থীদের নিয়ে কথা বলেন। এক প্রশ্নের জবাবে জোলি বলেন, ২০ বছর আগে জিজ্ঞাসা করলে আমি হাঁসতাম। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। আমি বলেছি, যখন যেখানে আমাকে দরকার সেখানে কাজ করবো। তবে আমি রাজনীতিতে যোগ্য কিনা সেটা জানি না। তিনি বলেন, আমি সরকার, এমনকি সেনাবাহিনীর সঙ্গেও কাজ করতে পারি।