ডিএমপি নিউজ: রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকা হতে অস্ত্র, গুলি ও মাদকসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ মিঠুন (২৯)। এ সময় তার হেফাজত হতে ০১ পিস্তল, ০৪ রাউন্ড গুলিসহ ০১ টি ম্যাগজিন ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম রুহুল কুদ্দুস ডিএমপি নিউজকে জানান, ২২ নভেম্বর, ২০১৯ রাত ১১.০৫ টায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া মোড় সংলগ্ন যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা রুজু হয়েছে।