‘চেতনার জাগরণে বই’ স্লোগানে রাজশাহীতে আট দিনব্যাপি বইমেলা শুরু হয়েছে। জাতীয় গ্রন্থ কেন্দ্র ও জেলা প্রশাসন রাজশাহী কলেজ মাঠে এ মেলার আয়োজন করেছে।
সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতির সহযোগিতায় এ মেলা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
রাজশাহীর জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মহা. হবিবুর রহমান, জ্ঞান ও সৃজনশীল সমিতির পরিচালক মিজানুর রহমান ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক নজরুল ইসলাম।