রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরা বেগম, মনসুর ও আলামিন। মিরা বেগম ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান অপর দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া জানান, বৃষ্টির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মিরা বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া আহত হন আরও চার যাত্রী। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনসুর ও আলামিন।
নিহতদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বালুটঙ্গি গ্রামে। তারা ঢাকায় থাকেন। এক নিকটাত্মীয়ের দাফন কাজ শেষে তারা ঢাকায় ফিরছিলেন।