ডিএমপি নিউজঃ রাজশাহীর পবা থানাধীন নওহাটা কলেজমোড় এলাকায় চেকপোস্টে তল্লাশী করে ১৬০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে আরএমপি রাজশাহীর পবা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ সারোয়ার (২৫)।
২৮ অক্টোবর সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ অক্টোবর ২০১৯ দুপুর ২.১০ টায় রাজশাহীর পবা থানাধীন নওহাটা কলেজমোড় এলাকায় চেকপোস্টে তল্লাশী করে ১৬০০ পিস ইয়াবাসহ মোঃ সারোয়ারকে গ্রেফতার করেছে আরএমপি রাজশাহীর পবা থানা পুলিশ।
এই সংক্রান্তে পবা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।