ডিএমপি নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য।
রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১৭ জন, রাজপাড়া থানা-১৩ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০৭ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০৩ জন, পবা থানা-০৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্ণহার থানা-০২ জন, দামকুড়া থানা-০২ জন ও ডিবি পুলিশ-০১ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোঃ শফিকুল ইসলম ফয়সাল ও মোঃ শাহীনকে ০৪ গ্রাম হেরোইন ও ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, মোঃ নূর নবীকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। মতিহার থানা পুলিশ মোঃ এনামুল হককে ০৩ গ্রাম হেরোইন, মোঃ পিয়ারুল ইসলামকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। চন্দ্রিমা থানা পুলিশ মোঃ সৌরভকে ০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মোঃ আরমান আলী @ রকিকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। কর্ণহার থানা পুলিশ মোঃ পিয়ারুল ইসলামকে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। দামকুড়া থানা পুলিশ মোঃ হাবিব ও মোঃ ওমর আলীকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ গ্রেফতার করে। ডিবি পুলিশ মোঃ আজিমুদ্দিনকে ১২.৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।