ডিএমপি নিউজঃ গতকাল আইপিএলের একমাত্র ম্যাচে রাজস্থানকে ৫৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন আবু ধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে মুম্বাই তুলে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রানে। ৪৭ বলে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেল সূর্যকুমার যাদব।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজস্থান। ১৮.১ ওভারে ১৩৬ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ব্যার্থ হয় বাটলারের ৪৪ বলে ৭০ রানের ইনিংস।
এদিন ভয়ংকর বল করে বুমরা। তুলে নেন ২০ রানের খরচায় ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট ও প্যাটিনসন তুলে নেন দুটি করে উইকেট। দুর্দান্ত ইনিংস খেলা সূর্যকুমার যাদব হন ম্যান অফ দ্য ম্যাচ।
৬ ম্যাচের ৪টি তে জিতে রান রেটের ব্যবধানে দিল্লীকে টপকে শীর্ষ স্থানে উঠে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।