রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান জানিয়েছেন, সবার স্বার্থ রক্ষা করেই মসৃন পরিবেশে কিভাবে ভ্যাট আইন বাস্তবায়ন করা যায় এ নিয়ে জাতীয় কাজ করছে রাজস্ব বোর্ড ।
তিনি বলেন,‘পৃথিবীর সব দেশেই ভ্যাট আইন সংস্কার করা হয়। আমাদের দেশেও এর সংস্কার করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন আইন কার্যকর হবে। তবে সবার স্বার্থ রক্ষা করে মসৃন পরিবেশে কিভাবে ভ্যাট আইন বাস্তবায়ন করা যায়, এ নিয়ে আমরা কাজ করছি।’
শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মিলনায়তনে ‘প্রস্তাবিত বাজেট ও নতুন ভ্যাট আইন বিষয়ে আলোচনা’ বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন।
বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউট (বিটিটিআই) এ কর্মশালার আয়োজন করেছে।
বিটিটিআইয়ের প্রধান উপদেষ্টা শ্যামল কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে এডিআরের ফ্যাসিলেটেটর সৈয়দ আমিনুল করিম,এনবিআরের সদস্য পারভেজ ইকবাল,লুৎফর রহমান ও রঞ্জন কুমার ভৈৗমিক, বিটিটিআই পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বক্তব্য রাখেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন আলোচনা থেকে বাজেট ও রাজস্ব ব্যবস্থাপনাকে আরো মসৃন, জনবান্ধব, ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব করার অনেক উপাদান পাচ্ছি। এসব উপাদান ব্যবহার করে আমরা ভবিষ্যতের পথ নকশা তৈরি করছি। যদিও বাজেটে চূড়ান্ত নির্দেশনা এ মাসের শেষের দিকে অর্থবিল পাস হলে পাওয়া যাবে।’
এই নির্দেশনার মাধ্যমে ২০১৭-১৮ অর্থবছরের রাজস্ব আহরণ প্রক্রিয়া এবং ব্যবসা-বাণিজ্যে প্রণোদনার যে অব্যাহত প্রয়াস, তা আরো বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, চলতি অর্থবছর আমাদের ২৫ লাখ ই-টিআইএন নিবন্ধনের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল। ইতোমধ্যে ২৯ লাখের বেশি নিবন্ধিত হয়েছে।জনগণ সহায়তা করছেন। ৩০ জুনের মধ্যে আরো ৫০ হাজার ই-টিআইএন নিবন্ধন করা যাবে বলে আশা করছি।
চলতি অর্থবছরশেষে ই-টিআইএন নিবন্ধনের সংখ্যা ৩০ লাখে উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নজিবুর রহমান বলেন, আমরা ঘোষণা করেছি যে পরিবারের সকলে রাজস্ব প্রদান করবেন সে পরিবারকে আমরা কর বাহাদুর পরিবার হিসেবে ঘোষণা করবো।
রাজস্ব আহরণ এবং বাজেট ও ভ্যাট আইন বাস্তবায়নে এনবিআর বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।