ডিএমপি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক)’র দৃষ্টিনন্দন স্টল পরিদর্শন করেছেন।
গত মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৩ খ্রি.) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সপ্তাহ উদ্বোধন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ শেষে তিনি স্টল পরিদর্শন করেন।
এসময় পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুনাক স্টল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা প্রধানমন্ত্রীর নিকট পেশ করেন। প্রধানমন্ত্রী সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।
‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ শেষ হবে ৮ জানুয়ারি।