ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগ এবং আকা ফাউন্ডেশন (AAKA Foundation) এর যৌথ উদ্যোগে রাজারবাগে ফ্রি ডেন্টাল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কল্যাণ ও ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানা পিপিএম-সেবা।
উদ্বোধনকালে উপ-পুলিশ কমিশনার সোহেল রানা বলেন, অনেক সময় পেশাগত ব্যস্ততার কারণে পুলিশের সদস্যরা যথাসময়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। এ বিষয়টি চিন্তা করেই আজকের এই ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্যোগ নেয়া হয়। এই উদ্যোগের সাথে একাত্ম হয়ে AAKA Foundation সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসে সফল একটি ডেন্টাল ক্যাম্প আয়োজনে। এ ধরনের একটি মহৎ উদ্যোগের জন্য তিনি সাবেক উপ-পুলিশ কমিশনার (কল্যাণ ও ফোর্স) ফয়জুর রহমান ও AAKA Foundation প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আইডিয়াল ডেন্টাল সাপ্লাই অ্যান্ড সার্ভিসেস , মেডিপ্লাস টুথপেস্ট এবং আকা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডা: আদেলী এদিব খান এর সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেয়া হয়।
উক্ত ক্যাম্পে আকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২ জন দন্ত চিকিৎসক এবং ৭ জন সহযোগী দাঁতের চিকিৎসা সেবা দিয়েছেন। দাঁতের এক্সরেসহ ডায়াগনোসিস, দাঁতের কম্পোজিট ফিলিং, স্কেলিংসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। উক্ত ডেন্টাল ক্যাম্পে পুলিশ সদস্য, রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত বাবুর্চি, পরিচ্ছন্নতাকর্মী, মালি, অন্যান্য সিভিল স্টাফসহ প্রায় ৪০০ জন সেবা গ্রহণ করেছেন।
উল্লেখ্য, এই ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করেন সদ্য বিদায়ী উপ-পুলিশ কমিশনার (কল্যাণ ও ফোর্স), বর্তমানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম এবং বাস্তবায়নে কাজ করেন সাবেক এডিসি (ফোর্স), বর্তমানে এডিসি (প্রকিউরমেন্ট অ্যান্ড মেইন্টেন্যান্স) মো: শরিফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কোয়ার্টার মাস্টার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নারী পুলিশ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস), এসি (কোয়ার্টার মাস্টার), এসি (ফোর্স ), এসি (ওয়েলফেয়ার ও স্পোর্টস) সহ কল্যাণ ও ফোর্স বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।