নতুন ধরনের শক্তিশালী বোমা ‘ড্রিল’র পরীক্ষা চালাতে যাচ্ছে রাশিয়া। দেশটির সামরিক বাহিনীর আলেক্সান্ডার কোচকিনকে কোট করে এমনটাই জানিয়েছে রুশ সংবাদমাধ্যম।
প্রকাশিত খবর মোতাবেক, নতুন বোমাটিকে কখনই রাডারে ধরা যাবে না। তা যে কোনও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। বোমাটি এখনও পরীক্ষা-নিরীক্ষা পর্যায়ে আছে জানিয়ে কোচকিন বলেন, এই বোমার পরীক্ষায় সাফল্যের বিষয়ে তিনি অনেকটাই নিশ্চিত। খবরে বলা হয়, ২০১৮ সালের শুরুতে এই বোমা তৈরির ঘোষণা দেয় রাশিয়া।
প্রায় ৫০০ কেজি ওজনের বোমাটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে মনে করা হয়। নতুন ধরনের অস্ত্রটি বিমান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে।
খবরে বলা হয়, ‘রাশিয়ার এই ড্রিল বোমার খবরে পশ্চিমের সংবাদমাধ্যমগুলোতে তোলপাড় শুরু হয়েছে। উদাহরণস্বরুপ, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক খবরে বলা হয়েছে, নতুন আকাশ বোমাটি রাশিয়ার দায়িত্বহীন আগ্রাসনেরই বহিঃপ্রকাশ।’