কোপা আমেরিকার সেমিফাইনালে যেতে আজ রাতে ভেনিজুয়েলার মুখোমুখি আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিলের ঐতিহ্যবাহী স্টেডিয়াম মারাকানায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা দুদলই পৃথক দুই গ্রুপ রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনা একাদশে আসতে পারে একটি পরিবর্তন। গত ম্যাচে কাতারের বিপক্ষে ম্যাচে খারাপ খেলার কারণে বাদ দেয়া হতে পারে জিয়োভানি লো সেলসো। তার পরিবর্তে ভেনিজুয়েলার বিপক্ষে জায়গা পেতে পারেন মার্কোস আকুনা।
এরই মধ্যে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে প্রথম দল হিসেবে কোপার সেমি-ফাইনাল নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার থেকে যে দল জিতবে সে দলই হবে সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ। যদি আর্জেন্টিনা জিতে তাহলে ত কোন কথাই নেই। ফাইনালে আগেই আরেকটি ফাইনাল ম্যাচ দেখবে ফুটবল বিশ্ব।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : আরমানি, সারাভিয়া, পেজ্জেলা, ওটামেন্ডি, তালিয়াফিকো, পারেদেস, রদ্রিগো দে পল, আকুনা, মার্টিনেজ, আগুয়েরো, মেসি।