ডিএমপি নিউজ: রাজধানীর রামপুরা এলাকা থেকে কোটি টাকার ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (Methamphetamine) আইসসহ একজন সঙ্গীত শিল্পীকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ এনামুল কবির ওরফে রেবেল। গ্রেফতারের সময় তার কাছ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও মাদক বিক্রিতে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় রামপুরা থানার ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার সকালে রামপুরা থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) মোঃ রাশেদুল ইসলাম পিপিএম।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় কয়েকজন লোক রামপুরা থানার ডিআইটি রোডে মাদকদ্রব্য আইস বিক্রির জন্য অবস্থান করছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ-আল-মামুন এর নেতৃত্বে অভিযান চালিয়ে এনামুল কবিরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতারকৃত এনামুল কবির একজন সঙ্গীত শিল্পী এবং সে উচ্চারণ ব্যান্ডের ভোকাল সদস্য। সে নিজেকে একজন চাল ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়। সে গত নভেম্বর মাস থেকে মাদক ব্যবসার সাথে জড়িয়ে যায়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।
গ্রেফতারকৃত এনামুল কবিরের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রুজু হয়েছে।