ডিএমপি নিউজ: রামপুরা ট্রাফিক জোনের সচেতনতামূলক সভা: জনগণকে সচেতন ও নিরাপদে ঘরে ফিরতে ডিএমপি কমিশনার জনাব মো: আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম একটি ভিডিও চিত্র মহানগরবাসীর জন্য উপহার দিয়েছেন।
রামপুরা ট্রাফিক জোন ট্রাফিক সচেতনতামূলক সভার মাধ্যমে আজ যাত্রাবাড়ি কোনাপাড়ায় ড. মাহাবুবুর মোল্লা কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ডিএমপি কমিশনারের সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করেন এবং রামপুরা ট্রাফিক জোনের জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।
এ সময় ট্রাফিক পূর্ব বিভাগের অতিঃ উপ- পুলিশ কমিশনার মো: সাইদুল ইসলাম পিপিএম শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাফিক সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত সকলে সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং উক্ত কলেজের অধ্যক্ষ রামপুরা ট্রাফিক জোনকে ধন্যবাদ প্রদানসহ ভবিষ্যতেও এরূপ সচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করবেন বলে সকলকে অবগত করেন।