ডিএমপি নিউজ: রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্দুল লতিফ, মোঃ কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির ও বাঁধন।
১০ অক্টোবর ২০২৪ সকালে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে চারজনকে ও আজ শুক্রবার ভোররাতে মালিবাগ এলাকা থেকে বাঁধনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১১ অক্টোবর ২০২৪ খ্রি.) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রুহুল কবির খান।
উপ-পুলিশ কমিশনার বলেন, গত ১০ অক্টোবর সকাল অনুমান ১০:৩০ টায় রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এর হাউজ নং-৭৯, ৮০, ৮১ রোড নং-০৪, বক্ল-ডি এর একটি নির্মাণাধীন ভবনের ৮ম তলার করিডোরে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে জমির মালিক ও ডেভেলপার কোম্পানী এবং উক্ত ভবনের আরো কয়েকজন মালিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
তিনি বলেন, জানা যায় মহানগর প্রজেক্টের ৭৯, ৮০, ৮১ তিনটি হোন্ডিং এ ভবন নির্মাণের জন্য জমির মালিক পক্ষ প্লিজেন্ট প্রোপাটিজ (প্রাঃ) লিঃ নামে একটি ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি করে। উক্ত চুক্তি মোতাবেক জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে জমির মালিকদের ও ডেভেলপার কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তদপ্রেক্ষিতে গত ১০ অক্টোবর বৃহস্পতিবার ডেভেলপার কোম্পানির লোকজন, জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকের মধ্যে ভাংচুর ও হাতাহাতির ঘটনায় তানজিল জাহান ইসলাম তামিম (৩৩) নামক একজন গুরুতর আহত হন। পরবর্তীতে আহত তামিমকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন, ঘটনার সংবাদ প্রাপ্তির পর হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উক্ত ঘটনা সম্পর্কে হাতিরঝিল থানার ১৬ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ১১/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ইত্যেমধ্যে হাতিরঝিল থানা পুলিশ এজাহারনামীয় পাঁচজনকে গ্রেফতার করেছে।
ঘটনার বিস্তারিত তদন্তের জন্য গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।