রাশিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার ফ্লাইট প্রশিক্ষণ চলাকালে মস্কোর অদূরে সামরিক বাহিনীর মি-৮ নামের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে থাকা সকল ক্রু নিহত হয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘জরুরি অবতরণকালে হেলিকপ্টারের ক্রু মারাত্মকভাবে আহত হয় এবং পরে মারা যায়।’
তবে এ দুর্ঘটনায় কত জন ক্রু মারা গেছে তা সুনির্দিষ্ট করে জানাতে অস্বীকৃতি জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ।
এদিকে জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে রাশিয়ার বিভিন্ন বার্তা সংস্থা জানায়, এ হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছে।
দেশটির মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটি মস্কোর বাইরে ক্লিন শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। এতে কোন বিস্ফোরক ছিল না।
তারা আরো জানায়, এ দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে মন্ত্রণালয়ের একটি কমিশন পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে মন্ত্রণালয় জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।