চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়ে সারা বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। প্রতিদিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার।
প্রাণঘাতী করোনা ভাইরাসে রাশিয়ায় গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৯৭২ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৯ হাজার ৬৩ জন। করোনা ভাইরাস রেসপন্স সেন্টার শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানায়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৮১ জন মারা গেছে। এতে রাশিয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৪১ জন।
সেইসঙ্গে গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছে ১০ হাজার ৪৪৩ জন। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছে উঠেছেন ৩ লাখ ২৪ হাজার ৪০৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মস্কো। এখানে ২৪ ঘন্টায় ১ হাজার ১৩৬ জন আক্রান্ত হয়েছে, মস্কোতে মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯২১ জন, এদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ৪৩৪ জন করোনামুক্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৪৫৬ জন মেডিকেল পর্যবেক্ষণে রয়েছে। দেশব্যাপী ১ কোটি ৬৩ লাখ লোকের করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।