রাশিয়া ও চীন মার্কিন ডলারকে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যে দেশ দু’টি নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে দেশ দু’টি। এ বিষয়ে রুশ দৈনিক ইসভেস্তিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছেন রুশ অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়্যানোভ এবং চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার প্রধান ই গ্যাং। দেশ দু’টি বাণিজ্য ক্ষেত্রে ডলার ব্যবহার থেকে সরে আসার যে তৎপরতা চালাচ্ছে নতুন চুক্তি তা আরও জোরদার করবে। দুই দেশের জন্য আন্তঃসীমান্ত বাণিজ্যের জন্য দেশ দু’টি নতুন একটি পদ্ধতি তৈরি করছে বলে দৈনিকটি জানিয়েছে।