রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন। কানাডার হাইকমিশনার বিনোইত-পিয়েরে লারামি আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি হামিদ বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এ সম্পর্ক দিনে দিনে আরো জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের এ কথা জানান।
রাষ্ট্রপতি হামিদ সফলতার সঙ্গে বাংলাদেশে মেয়াদ পূর্ণ করার জন্য কানাডার হাইকমিশনারকে অভিনন্দন জানান। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কানাডার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
কানাডাকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, রফতানি বাণিজ্যের জন্য কানাডা একটি গুরুত্বপূর্ণ জায়গা। ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে কানাডার বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে জনগণের সাথে জনগণের যোগাযোগ খুবই শক্তিশালী।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।