রাষ্ট্রপতি এম আবদুল হামিদ দু’দিনের সফরে আজ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি এই কারাগারে ১৯৭৭ সালে রাজ বন্দী হিসেবে ছিলেন।রাষ্ট্রপতি ১৯৭৭ সালের মে থেকে নভেম্বর প্রায় ৭ মাস এ কারাগারে বন্দীজীবন যাপন করেন। তিনি এখানে ৪ দিন কন্ডেমন্ড সেল, ১০ দিন ২০-সেল এবং অবশিষ্ট দিনগুলো মহানন্দা সেলে ছিলেন।
রাষ্ট্রপতি পরিদর্শনকালে আন্দোলন ও জেলজীবন নিয়ে স্মৃতিচারণায় আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি আজ বিকেলে ডিভিশন ওয়ার্ডের সামনে একটি গাছের চারা রোপণ করেন।
রাষ্ট্রপতি পদ্মার টি-বাঁধ পরিদর্শন ও স্পিডবোটে পদ্মার সৌন্দর্য উপভোগ করেন।এর আগে রাষ্ট্রপতি বিকেল ৩টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেন।তিনি আগামীকাল সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।