সিরিয়ার ‘রাসায়নিক হামলায়’ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে বিমান থেকে এ হামলা চালানো হয়। খবর বিবিসি।
খবরে আরো জানা যায়, এদের সবাই রাসায়নিক হামলার শিকার হয়ে শ্বাসরোধে মারা গেছে। তবে সিরিয়ান সরকার বরাবরের মতোই রাসায়নিক হামলার সত্যতা নাকচ করে আসছে।
সিরিয়ান অবজারভেটরির জানিয়েছে, মঙ্গলবার সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত খান শাইখুন এলাকায় চালানো ওই বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নয়জন শিশুও রয়েছে। হামলার পর সেখানকার অনেক মানুষ শ্বাসরুদ্ধ হয়ে বেহুঁশ হয়ে পড়েন এবং তাদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়। আক্রান্তদের অবস্থা দেখে একে ‘রাসায়নিক হামলা’ বলে সন্দেহ করছে সিরিয়ান অবজারভেটরি। হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন বলেও সংগঠনটি জানিয়েছে।
ইদলিবের উদ্ধারকারী ও মানবাধিকার কর্মীরাও একে ‘রাসায়নিক হামলা’ বলে চিহ্নিত করেছেন। অভিযোগ রয়েছে, ওই হামলাটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত বাহিনীই চালিয়েছে।
এছাড়াও বিদ্রোহী সমর্থিত একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মঙ্গলবার চালানো ওই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা দেড় শতাধিক।