টটেনহ্যামের স্ট্রাইকার রিচারলিসনের জোড়া গোলে ঘানাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
ফ্রান্সের লি হাভরেতে অনুষ্ঠিত এই ম্যাচের ৯ মারকুইনহোসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর শুরু হয় রিচারলিসন জাদু।
২৮ মিনিটে রিচারলিসনের গোলে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল। ৪০ মিনিটে নিজের দ্বিতীয় ও ব্রাজিলের হয়ে তৃতীয় গোল করেন তিনি।