রিয়াল মাদ্রিদের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ফুল-ব্যাক ডানি কারভাজাল। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নতুন চুক্তি অনুযায়ী স্প্যানিশ এই তারকা রাইট ব্যাক ২০২১-২২ মৌসুম পর্যন্ত সানতিয়াগো বার্নাব্যুতেই থাকবেন।
ক্লাবের একাডেমির ফুটবলার কারভাজাল ২০১৩-১৪ মৌসুমে সাড়ে ৬ মিলিয়ন ইউরোতে পুনরায় মাদ্রিদে যোগ দেন। এর আগে ধারে এক মৌসুম বুন্দেসলিগার দল বায়ার লিভারকুসেনে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। জিনেদিন জিদানের অধীনে নিয়মিত মূল একাদশে সুযোগ পেয়ে আসছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। ২০১৪ সালে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হবার পরে এ পর্যন্ত খেলেছেন ১৩টি ম্যাচ।
লস ব্ল্যাঙ্কোসদের সাথে নতুন করে চুক্তি বৃদ্ধিতে ফুল-ব্যাক মার্সেলো ও তারকা মিডফিল্ডার ইসকোর সাথে এবার এই তালিকায় যোগ দিলেন কারভাজাল।