স্প্যানিশ লা লিগায় জিরোনার বিপক্ষে পিছিয়ে পড়েও দুই পেনাল্টির কল্যাণে ৪-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বেনজেমা জোড়া গোল করার পাশাপাশি টানা দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছেন গ্যারেথ বেল।
১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে আরেকটি পেনাল্টি পায় রিয়াল। এবার শট নেন বেনজেমা। ৫৯তম মিনিটে গোল করেন বেল। গেটাফের বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
ম্যাচের ৮০ মিনিটের সময় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-১ করেন বেনজেমা।
জিরোনা খুব একটা শক্তিশালী দল নয়। প্রথম লা লিগায় তারা দশম স্থানে থেকে শেষ করেছিল। সেই দলটির বিপক্ষে রিয়ালকে জিততে দুটি পেনাল্টির ‘সাহায্য’ নিতে হল। পেনাল্টি দুটি নিয়েও রয়েছে বিতর্ক।
এই জয়ের পর দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা।