রিয়াল মাদ্রিদের বিপক্ষে কারা কারা খেলবেন সেটি জানতে ভোটাভুটির আয়োজন করা হয়। একাদশের ১১ জন খেলোয়াড়ের মধ্যে ১০ জনই চূড়ান্ত করা হয়েছে। আর তাতে জায়গা করে নিয়েছেন ভিয়া ও কাকা।
রিয়াল মাদ্রিদ এবং এমএসএল অল স্টারস একাদশের মধ্যকার ম্যাচটি আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে। শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠেয় ম্যাচটিতে স্বাগতিক দলের গোলপোস্টের নিচে দায়িত্ব পালন করবেন ম্যানচেস্চার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ড।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমএসএল অল স্টারসের রক্ষণভাগে থাকবেন আটলান্টা ইউনাইটেডের গ্রেগ গার্জা, স্পোর্টিং কেসি’র গ্রাহাম জোজি, হাস্টন ডায়নামোর অভিজ্ঞ ডিফেন্ডার ড্যামারকাস বিসলে।
অন্যদিকে শিকাগো ফায়ার তারকা বাস্তিয়ান শোয়েন্সটাইগার, আটলান্টা ইউনাইটেডের মিকুয়েল আলমিরোন, অরলেন্ডো সিটির কাকা এবং টরোন্টো এফসি’র মাইকেল ব্রাডলি মিডফিল্ডারের ভূমিকা পালন করবেন।
স্ট্রাইকার হিসেবে ভিয়ার সঙ্গে থাকছেন আরো দুজন। তারা হলেন- টোরোন্টো এফসি’র সেবাস্তিয়ান জিওভিঙ্কো এবং শিকাগো ফায়ারের নেমাঞ্জা নিকোলি। অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক খেলোয়াড় এবং শিকাগো ফায়ারের বর্তমান কোচ ভেলকো পাওনোভিক স্কোয়াডের বাকি খেলোয়াড়দের নির্বাচিত করবেন।