দলীয় সামর্থ্য এবং সাম্প্রতিক সফলতা বিবেচনায় এনে গোল ডট কমের সম্পাদকরা বিশ্বের ৩০টি শীর্ষ ক্লাব নির্বাচন করেছে। এদের মধ্যে সর্বাধিক ভোটে শীর্ষ ক্লাবের স্বীকৃতি পেয়েছে জিনেদিন জিদানের স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
গত মে মাসে কার্ডিফে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে তারা জুভেন্টাসকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে।
এখনো ইউরোপীয় শিরোপা জয় করতে না পারলেও ব্রাজিলীয় সুপার স্টার নেইমার এবং ফরাসি বিষ্ময়বালক কিলিয়ান এমবাপেকে দলে বিড়িয়ে শক্ত ভীত গড়ার কারণে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে এই তালিকার দ্বিতীয় আসনটি লাভ করেছে ফরাসি লীগ ওয়ানের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
তালিকায় ঠাঁই পাওয়া শীর্ষ ২০টি ক্লাবের সবগুলোই ইউরোপের। ২২তম অবস্থানে জায়গা পেয়েছে দক্ষিণ আমেরিকার ক্লাব রিভার প্লেট। নীচে শীর্ষ ১০টি ক্লাবের তালিকা :
র্যাংক ক্লাবের নাম প্রাপ্ত ভোট
১ রিয়াল মাদ্রিদ ৩০০
২ পিএসজি ২৭৫
৩ জুভেন্টাস ২৭০
৪ বার্সেলোনা ২৬৭
৫ বায়ার্ন মিউনিখ ২৪৯
৬ অ্যাটলেটিকো মাদ্রিদ ২৪৩
৭ ম্যানচেস্টার ইউনাইটেড ২৩০
৮ চেলসি ২২৭
৯ ম্যানচেস্টার সিটি ২২৩
১০ নেপোলি ১৮০