জঙ্গি সংগঠন আইএস আগেই হুমকি দিয়েছে ভয়াবহ হামলার৷ ফলে ফুটবল বিশ্বকাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করা রুশ সরকারের কাছে চ্যালেঞ্জ৷ এরই মধ্যে এসেছে আরও এক সমস্যা৷ যা চিন্তা আরও বাড়িয়েছে ফিফা ও পুতিন সরকারের৷
বিবিসি জানাচ্ছে, জুনে রাশিয়া ফুটবল বিশ্বকাপে পঙ্গপালের ঝাঁক স্টেডিয়ামগুলিতে চড়াও হতে পারে। এই পতঙ্গের খুবই পছন্দ হল সবুজ ঘাস৷ বিশ্বকাপ স্টেডিয়ামের সুন্দর ঘাসে পঙ্গপালের দল হামলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ চোখের পলকে তারা উড়ে এসে ফসল খেয়ে মাঠ ফাঁকা করে দেয়৷ সেই পঙ্গপালের দল ব্যাঘাত ঘটাতে পারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ৷
আগামী ১৪ জুন শুরু হচ্ছে পুতিনের দেশে বিশ্বকাপ। দেশের কৃষি মন্ত্রকের প্রধান পিয়োতর চেকমারেভ বলেছেন, এই মুহূর্তে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ১০ লাখ হেক্টর জমিতে পঙ্গপাল উপদ্রুত হয়ে পড়েছে। এর মধ্যে সবথেকে উপদ্রুত এলাকা ভোল্গোগ্রাদ শহর৷ এখানেই জুনের ১৮ তারিখ বিশ্বকাপে মুখোমুখি ইংল্যান্ড ও তিউনিসিয়া। সেই সময়ও বিপুল হারে হামলা চালাতে পারে পঙ্গপাল৷
রুশ কৃষি মন্ত্রণালয় জানাচ্ছে, আমরা পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে জানি, কিন্তু আশঙ্কা হচ্ছে চলতি বছর এই পঙ্গপালের জন্য আমাদেরকে আন্তর্জাতিক কেলেঙ্কারিতে পড়তে হয় কিনা। সারা বিশ্বের লোকজন এখানে আসবে, ফুটবলের মাঠ হবে সবুজ। পঙ্গপাল সবচেয়ে পছন্দ করে সবুজ ঘাস। ফুটবল খেলা হয় বলে যে তারা এখানে হানা দেবে না, এমনটাও নয়।” রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে বসবে বিশ্ব ফুটবলের আসর।-বিবিসি