ডিএমপি নিউজ: রাজধানীর গেন্ডারিয়ায় একটি ফাঁকা বাসার দরজা ভেঙ্গে চুরি করার সময় দুইজনকে গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মনির হোসেন ও মোঃ ইব্রাহিম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তালা ভাঙ্গার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে গেন্ডারিয়ার ডিষ্টিলারি রোডের একটি বাসায় চুরি করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান ডিএমপি নিউজকে জানান, গতকাল মঙ্গলবার গেন্ডারিয়ার ডিষ্টিলারি রোডের একটি বাড়ির মালিক দিবাগত রাত একটার দিকে তার ছয়তলা বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটের ভিতর শব্দ শুনতে পান। বাড়ির মালিক জানেন যে, ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া স্ব-পরিবারে গ্রামের বাড়িতে গেছেন। তিনি বিষয়টি দ্রুত গেন্ডারিয়া থানা পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় থানা পুলিশের একাধিক টিম। ফ্ল্যাটের দরজা ভেতর দিক থেকে আটকানো ছিলো। ডাকাডাকি করলে ভিতর থেকে কোন সাড়াশব্দ না করায় পুলিশ বিল্ডিংয়ের মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করার পর দেখা যায় চোরেরা আলমারি ভেঙ্গে সেখানে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা চুরি করছে। এরপর পুলিশ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
ওসি ডিএমপি নিউজকে আরো জানান, গ্রেফতারকৃতরা প্রথমে ফাঁকা বাসা রেকি করে। এরপর সুযোগ বুঝে দড়জার তালা ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার দিন তারা ফাঁকা ফ্ল্যাটের মেইন দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
গ্রেফতারকৃতদেরকে আজ গেন্ডারিয়া থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।