রোববার রাতে রেনের মাঠে ২-১ ব্যবধানে হেরেছে টমাস টুখেলের দল। দলের সেরা তারকা নেইমারক ছিল না এ ম্যাচে।
খেলার ৩৬তম মিনিটে দি সিলভার বাড়ানো বল ধরে ছোট ডি-বক্সের ভেতর থেকে পিএসজিকে এগিয়ে নেন এদিনসন কাভানি। প্রথমার্ধের শেষ দিকে এমবায়ে নিয়াংয়ের গোলে সমতায় ফেরে রেনে।
বিরতির পর শুরুতে ঘোমাঁ দেল কাস্তিয়োর হেডে এগিয়ে যায় রেনে। বাকিটা সময় লিড ধরে রেখে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
উল্লেখ্য, এপ্রিলে ফরাসি কাপের ফাইনালে পিএসজিকে হারিয়েছিল রেনে।