ট্রেন ছাড়ার কথা সকাল ৭:১২ মিনিটে তে৷ কিন্তু নির্ধারিত সময়ের ২৫ সেকেণ্ড আগে স্টেশন থেকে বেরিয়ে যায় ট্রেনটি। এরকম ‘‘অমার্জনীয়’’ ভুলের জন্য দুঃখ প্রকাশ করল রেল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে জাপানের নোটোগোয়া স্টেশনের।
সপ্তাহের শেষ কাজের দিনে একটি এক্সপ্রেস ট্রেন সকাল সাতটা দশ মিনিটের কিছু পর ওই স্টেশনে ঢোকে। জাপান টুডের খবর অনুযায়ী, ট্রেনটি ছাড়ার কথা ছিল ৭টা ১২ মিনিটে। কিন্তু নির্ধারিত সময়ের ২৫ সেকেণ্ড আগেই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যায় ট্রেনটি। খবরে প্রকাশ, ট্রেনের চালক ভেবেছিলেন স্টেশন থেকে ট্রেনটি বেরনোর সময় ৭টা ১১ মিনিট। দেরি হয়ে গিয়েছে ভেবে সময়ের আগেই তাই পরের স্টেশনের জন্য রওনা দেন চালক।
ট্রেন চালানোর জন্য নিয়মানুবর্তিতা মেনে চলে এ দেশের রেল কৃর্তপক্ষ। তার জন্য একটা আলাদা গর্ব অনুভব করে জাপান। তবুও তার মাঝে দু’একটা এমন ঘটনা ঘটে যায়। তবে এটাও ঠিক জাপানে ট্রেন কখনও দেরিতে ছাড়ে না। সময়ের আগে যাবে কিন্তু এক সেকেণ্ড দেরি করবে না।
জাপান টুডে ছাড়াও সিডনি মর্নিং হেরাল্ডেও ছাপা হয় খবরটি। সেখানে বলা হয়েছে, ঘটনার দিন এক ব্যক্তি ট্রেনটি মিস করেন। এর পর তিনি স্টেশন-ইন-চার্জের কাছে অভিযোগ করেন। স্টেশন ম্যানেজার গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখেন। তিনি আবার উধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দেন৷ এর পরেই ওয়েস্ট জাপান রেলওয়ে কোম্পানি ঘটনার দুঃখপ্রকাশ করেন। সেই সঙ্গে আশ্বাস দেন এমন ঘটনা ভবিষ্যতে ঘটবে না। এর আগে গত বছর নভেম্বর মাসে মাত্র ২০ সেকেণ্ড আগে ট্রেন বেরিয়ে যাওয়ায় জাপান রেল কর্তৃপক্ষ ‘‘গভীরভাবে দুঃখপ্রকাশ’’ করে।