রেসলিংয়ের ইতিহাস বেশ পুরনো। প্রাচীনকালে এই খেলা চলতো রাজাদের মনোরঞ্জনের জন্য। বর্তমানেও অসংখ্য মানুষ রেসলিং দেখে উত্তেজনায় ফেটে পড়েন। যারা রেসলিংয়ের লড়াই করেন, তাদের উপার্জনও নেহাত কম নয়।
রেসলিংয়ে সবচেয়ে বেশি আয় করেন ব্রুক লেসনার। তিনি এক বছরে বেতন পান ১২ মিলিয়ন মার্কিন ডলার (১০২ কোটি টাকা প্রায়)। এছাড়া প্রতিটা ইভেন্টে অংশ নেওয়ার জন্য তিনি ৫ লাখ মার্কিন ডলার (৪ কোটি ২৫ লাখ টাকা প্রায়) পান।
রেসলিংয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন জন সিনা। আয়ের দিক দিয়ে না হলেও জনপ্রিয়তায় শীর্ষে আছেন তিনি। অবশ্য আয়ও খুব কম নয়। জন সিনা বছরে বেতন পান সাড়ে ৮ মিলিয়ন মার্কিন ডলার (৭২ কোটি ২১ লাখ টাকা প্রায়)। তিনিও ইভেন্ট প্রতি ৫ লাখ মার্কিন ডলার পান।
রেসলিং রিঙে মেয়েদের সেরা রোন্ডা রোজি। বর্তমানে রেসলিং রিঙে মেয়েদের মধ্যে সবার ওপরে রোন্ডা রোজি। মেয়েদের মধ্যে তিনিই কেবল মিলিয়ন ডলারের ওপরে আয় করছেন বছরে। আমেরিকান পেশাদার রেসলার রোন্ডার বার্ষিক বেতন ১.৫ মিলিয়ন মার্কিন ডলার (১২ কোটি ৭৫ লাখ টাকা প্রায়)।