স্বাদে পরিবর্তন আনতে নারকেলের দুধ দিয়ে রান্না করুন ডিম। এই রান্নাটি পোলাও কিংবা ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। তাহলে চলুন দেরি না করে জেনে নিই রেসিপি-
উপকরণঃ
সেদ্ধ ডিম- ৬টি, নারকেলের তেল- ১ টেবিল চামচ, সরিষা- ১ চা চামচ, কাঁচা মরিচ- কয়েকটি, দারুচিনি- ১ স্টিক (১ ইঞ্চি), এলাচ- ৩টি, গোলমরিচ- ৫টি (সামান্য ভেঙে নেওয়া), আদা কুচি- ১ চা চামচ, রসুন- ৬ কোয়া (কুচি), পেঁয়াজ- ২টি (কুচি), টমেটো- ৩টি (কুচি), হলুদ গুঁড়া- আধা চা চামচ, ধনিয়া গুঁড়া- ১ চা চামচ, মরিচ গুঁড়া- স্বাদ মতো, তেঁতুলের পানি- ১/৪ কাপ, নারকেলের ঘন দুধ- আধা কাপ, কারি পাতা- কয়েকটি, লবণ- স্বাদ মতো।
প্রস্তুত প্রণালিঃ
প্যানে তেল গরম করে সরিষা, দারুচিনি, এলাচ, কাঁচা মরিচ ও গোলমরিচ দিয়ে দিন। ফুটতে শুরু করলে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে টমেটো কুচি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ নাড়তে থাকুন। টমেটো নরম হয়ে গেলে তেঁতুলের পানি দিয়ে দিন। অল্প নারকেলের দুধ পাতলা করে দিয়ে নাড়তে থাকুন অনবরত। ফুটে উঠলে জ্বাল সামান্য কমিয়ে দিন। ঝোল পাতলা করতে চাইলে সামান্য পানি দিতে পারেন। ঝোল ঘন হয়ে গেলে কারি পাতা ও ঘন নারকেলের দুধ দিয়ে দিন। ফুটে ওঠার আগেই জ্বাল বন্ধ করে সেদ্ধ ডিম দিয়ে দিন। ঢাকনা দিয়ে প্যান ঢেকে রাখুন। ৫ মিনিট পর পরিবেশন করুন।