সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাদার ফুটবলে দীর্ঘদিন খেলছিলেন একই লীগে। তবে চলতি মৌসুমের শুরুতে স্পেনের রিয়াল মাদ্রিদ থেকে ইতালির জুভেন্টাসে পাড়ি দেন পপুর্তগিজ স্ট্রাইকার রোনালদো। আর বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি বললেন, রোনালদোকে মিস করেন তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ক্রিস্টিয়ানোকে (রোনালদো) আমি মিস করি। যদিও তার হাতে ট্রফি দেখা কিছুটা কঠিনও, সে লা লিগার মর্যাদা বাড়িয়েছে।’ রোনালদোর কারণে জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লীগ জয়ের প্রার্থী হিসেবে দেখছেন মেসি। বার্সা অধিনায়ক বলেন, ‘ক্রিস্টিয়ানো যাওয়ার পর জুভেন্টাস এখন চ্যাম্পিয়নস লীগ জয়ের খুব ভালো প্রার্থী। অ্যাটলেটিকোর মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি তাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে।’ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে অ্যাটলেটিকোর কাছে পরিষ্কার ২-০ গোলে হার নিয়ে চাপে ছিল জুভেন্টাস। তবে তুরিনে ফিরতি লেগে রোনালদোর হ্যাটট্রিক নৈপুণ্যে ৩-০ গোলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে জুভিরাই।
কোয়ার্টার ফাইনালে ডাচ দল আয়াক্স আমস্টারডামের মুখোমুখি হবে জুভেন্টাস। আর কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার লড়াই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।