চ্যাম্পিয়নস লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর অতিরিক্ত সময়ের গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানইউ ।
ম্যাচের ৫৩ মিনিটে ভিয়ারিয়ালের পক্ষে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় পাকো আলকাসের। এর সাত মিনিটের ব্যবধানে দলকে সমতায় ফেরায় ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স টেলেস।
শেষ সময়ে ফ্রেডের করা ক্রস থেকে বল পেয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জার্সি খুলে জয় উদযাপন করতে গিয়ে হলুদ কার্ডও দেখতে হয়েছে রোনালদোকে।