স্প্যানিশ ফুটবল ফেডারেশনের গাফিলতির কারণে গত শনিবার পিএসজির হয়ে অভিষেক হয়নি নেইমারের। স্পেন থেকে রোববারের আগে নেইমারের ট্রান্সফারের কাগজপত্র না পাঠানো হলে এই ব্রাজিলিয়ান তারকার অভিষেক আরো পিছিয়ে যাবে। তবে পিএসজি কর্তৃপক্ষ আগামী রোববারই বার্সেলোনার সাবেক তারকার অভিষেকের ব্যাপারে আশাবাদী।
ফরাসি লিগ কর্তৃপক্ষ এখনো স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছ থেকে নেইমারের ট্রান্সফারের কাগজপত্রের জন্য অপেক্ষা করছে। আগামী রোববার লিগের চলতি মৌসুমের দ্বিতীয় ম্যাচে গুইগাম্পের বিপক্ষে খেলবে পিএসজি। সেই ম্যাচের আগের দিন নেইমারের কাগজপত্র না পৌঁছলে তার পিএসজি-অভিষেক আরো পিছিয়ে যাবে।
এদিকে পিএসজির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শুক্রবারের মতো আরএফইএফ নেইমারের ট্রান্সফারের কাজগপত্র না পাঠালে তারা ইস্যুটিকে ফিফার তুলবেন। আর তেমনটি করলে রোববারই নেইমারের অভিষেক হতে পারে।
ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েঁ রোববারই নেইমারের অভিষেকের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপকে বলেন, ‘ট্রান্সফার কমপ্লিট। সুতরাং, এটি আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়। আমাদের স্প্যানিশ প্রতিপক্ষের সঙ্গে ফেডারেশন আলোচনা করছে। (নেইমারের অভিষেকের অপেক্ষা) দীর্ঘায়িত হওয়ার কথা নয়।’