সাফ অনূর্ধ্ব–১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭–০ গোলে উড়িয়ে দেয়। পরের ম্যাচে নেপালকে ২–১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। এরপর সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে ৪–০ গোলে হারিয়ে ফাইনালের বাংলাদেশ।
রোববার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।ভুটানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচকে সামনে রেখে আজ শনিবার বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘দেশবাসীর কাছে দোয়া চাই। কালকে আমাদের ফাইনাল খেলা। যেহেতু আমরা ফাইনালে উঠেছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে খেলব। দলের সবাই সুস্থ্ আছে।’
নেপালকে সমীহ করে ছোটন বলেন, ‘নেপালও ভালো দল। সেমিফাইনালে তারা ভারতের বিপক্ষে ভালো খেলে ফাইনালে এসেছে। টাইব্রেকারে তারা ভারতের মতো দলকে হারিয়েছে। তাদের বিপক্ষে আমাদের মেয়েরা সর্বোচ্চ চেষ্টা করবে। জয়ের জন্যই আমরা মাঠে নামব।’
এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।